শিরোনাম
শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সীমান্ত পরিস্থিতি

নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ সতর্কাবস্থানে বিজিবি-কোস্টগার্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা কক্সবাজার-টেকনাফের শাহপরীর দ্বীপের বিপরীতে নাফ নদের মিয়ানমারের জলসীমায় দেশটির একটি যুদ্ধজাহাজের অবস্থান দেখা গেছে। গতকাল সকাল ১১টার দিকে জাহাজটি দেখতে পান শাহপরীর দ্বীপ ঘোলারচর সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ফিশিং ট্রলারের মাঝি জেলে গফুর আলম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপের বিপরীতে তিন কিলোমিটার পূর্বে নাফ নদের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে একটি বড় যুদ্ধজাহাজ দেখা যায়। এ ধরনের জাহাজ নাফ নদে সচরাচর দেখা যায় না। বিষয়টি সম্পর্কে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন জানান, বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে বাংলাদেশ অংশ যেমন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অবস্থান করে, ঠিক তেমনি মিয়ানমার অংশেও সেই দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ অবস্থান করে থাকে। তবে বাংলাদেশের জাহাজের চেয়ে মিয়ানমারের জাহাজগুলো আকারে ছোট। বৃহস্পতিবার সেন্টমার্টিনে ঝোড়ো হাওয়া বয়ে যায়, যার কারণে হয়তো বঙ্গোপসাগর থেকে অবস্থান সরিয়ে মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধজাহাজটি শাহপরীর দ্বীপের বিপরীতে মিয়ানমার অংশে অবস্থান নিয়েছে। এর আগেও আরও অনেকবার মিয়ানমারের জাহাজ একই জায়গায় অবস্থান নিয়েছিল। মিয়ানমারের যুদ্ধজাহাজটি এখন নাফ নদের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে রয়েছে। তারপরও কোস্টগার্ড বিষয়টি মনিটরিং করছে। বাংলাদেশের জলসীমা সুরক্ষা করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য কোস্টগার্ড সদস্যরা পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।

টেশনাফের ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, নাফ নদে একটি জাহাজ দেখা যাচ্ছে। তবে সেটি কীসের জাহাজ জানা যায়নি। সীমান্তে বিজিবি কঠোর এবং পূর্ণ অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর