রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পিঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের

নিজস্ব প্রতিবেদক

অনির্দিষ্টকালের জন্য পিঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। গত শুক্রবার ভারতের রপ্তানি তদারক বিভাগ বৈদেশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের দফতর (ডিজিএফটি) এ নিষেধাজ্ঞা দেয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পিঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিশ্বের সবচেয়ে বড় পিঁয়াজ রপ্তারিকারক দেশ ভারত। গত ডিসেম্বরে পিঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই নতুন করে নিষেধাজ্ঞার বার্তা দিল দেশটি। তবে চলমান নিষেধাজ্ঞার মধ্যেই বাংলাদেশে ৫০ হাজার টন পিঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকেই ভারতের বাজারে পিঁয়াজের দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। এ ছাড়া, চলতি মৌসুমে ফসলের নতুন সরবরাহও শুরু হয়েছে। সবচেয়ে বড় পিঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পিঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। ডিসেম্বরে প্রতি ১০০ কেজি পিঁয়াজের মূল্য সাড়ে ৪ হাজার রুপি ছিল। তা কমে এখন ১২০০ রুপিতে নেমেছে। এদিকে গত মৌসুমে উৎপাদন কম হওয়ায় কয়েক মাস ধরেই পিঁয়াজের দামের ঝাঁজ দেখে আসছে বাংলাদেশের ভোক্তারা। ভারত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশে দাম আরও বাড়ে। এরই মধ্যে রোজার মাসে দাম নাগালে রাখতে ভারত থেকে পিঁয়াজ আমদানির বিষয়ে সরকারের পক্ষ থেকে সে দেশের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করা হয়। ভারতের পিঁয়াজ এবং দেশের হালি পিঁয়াজের সরবরাহ বাড়ায় খুচরা বাজারে এখন পিঁয়াজের দাম অনেকটাই কমেছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির এ সিদ্ধান্তের ফলে প্রতিযোগী অন্য রপ্তানিকারক দেশগুলো লাভবান হবে। তারা এখন আগের চেয়ে চড়া দামে পিঁয়াজ বিক্রি করতে পারবে।

তিন দিনের মধ্যে ঢুকবে ভারতীয় পিঁয়াজ : ভারত থেকে পিঁয়াজ আজ অথবা কাল ট্রেনে উঠবে; যা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, দিল্লি রপ্তানি বন্ধ করলেও আগে থেকে আমদানির অনুমোদন পাওয়া পিঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা হবে না। বাজার তার আপন গতিতে চলবে। তবে কেউ মজুতদারি করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গতকাল বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে বাণিজ্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সংবর্ধনা এবং প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের দুই মাসের মধ্যে রমজান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ব্যবসায়ীদের উৎসাহী করেছিলেন, যাতে দেশে পর্যাপ্ত পরিমাণ পণ্যের সরবরাহ থাকে। সেটি গুরুত্ব দিয়ে পণ্যের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ খবর