সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

গাউছিয়ায় পুড়ল শতাধিক দোকান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

গাউছিয়ায় পুড়ল শতাধিক দোকান

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় অবস্থিত গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে প্রায় শতাধিক দোকানসহ মনোহরি মালামাল থেকে শুরু করে গাড়ির পার্টস, টিনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ভোর পৌনে তিনটার দিকে ঢাকা সিলেট মহাসড়ক  ঘেঁষা গাউছিয়া কাঁচাবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গাউছিয়া কাঁচাবাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। এসব দোকানে মুদি মনোহরি, সবজি, বিভিন্ন যানবাহনের পার্টস, কনফেকশনারি, মাংস, দই, মিষ্টি, বিভিন্ন প্রকার ফলসহ নানা ধরনের মালামাল বিক্রি করা হয়। প্রতিদিনের মতো গত শনিবার রাতেও সারাদিন বেচাকেনার পর দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান। ভোর পৌনে তিনটার দিকে ব্যবসায়ীরা জানতে পারেন গাউছিয়া কাঁচাবাজারে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারজুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের  লেলিহান শিখা প্রায় ৪০ থেকে ৫০ ফুট পর্যন্ত উঁচুতে উঠে যায়।  রাতে বিকট শব্দে বজ্রপাত ও ঝড় বৃষ্টি হচ্ছিল।

বজ্রপাত ও বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল,  ডেমরা, আদমজী, কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শতাধিক দোকানে থাকা বিভিন্ন প্রকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।  ব্যবসায়ীদের অভিযোগ, রূপগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে ছোট বড় সব মিলিয়ে প্রায় দুই হাজার শিল্প প্রতিষ্ঠান ও হাটবাজার রয়েছে। অথচ এই অঞ্চলে ফায়ার সার্ভিসের স্টেশন নেই।

সর্বশেষ খবর