সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাতে শিলাবৃষ্টি তবুও অস্বাস্থ্যকর বাতাস সকালে

নিজস্ব প্রতিবেদক

রাতে শিলাবৃষ্টি তবুও অস্বাস্থ্যকর বাতাস সকালে

রাজধানীর বিভিন্ন স্থানে শনিবার রাতে বৃষ্টি হয়েছে। এর মধ্যে কয়েক জায়গায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়। গতকাল সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সাধারণত নগরীর বায়ুদূষণের মাত্রা কম থাকে। কিন্তু গতকাল সকালেও বিশ্বের ১০০টি দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১১তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে সকাল সাড়ে ৮টার দিকে  ঢাকার স্কোর ছিল ১৫২। বায়ুর এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। সংস্থাটির গতকালের দেওয়া তালিকায় বলা হয়, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। ঢাকার বাতাসে যে পরিমাণ এই বস্তুকণা আছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদন্ডের ১১ গুণেরও বেশি। এদিকে গতকাল শেষ বিকালে ইফতারের আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি পড়ে। একটানা অনেকক্ষণ ধরে মুষল ধারায় বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। আবার বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা ঠান্ডা হওয়ায় রোজাদাররা স্বস্তি প্রকাশ করেন। আবহাওয়া অধিদফতরের গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণ পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অধিদফতরের পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সর্বশেষ খবর