সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পাঁচ কিশোর গ্যাং গ্রুপের ২৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত পাঁচটি কিশোর গ্যাং গ্রুপের ২৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মোহাম্মদপুর ও ধানমন্ডির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আক্তার, শাকিল, রাসেল, ফয়সাল, আশিক, মাসুম, শাওন, হাসান, মেহেদী হাসান ওরফে রবিন, আনোয়ার হোসেন, ইমন ওরফে আরকত, বাপ্পি, আবদুল জলিল, আশরাফুল, লিমন, ফয়সাল প্রকাশ আলিম, রাকিব প্রকাশ আকরান, সুমন, ফিরোজ, সুজন মৃধা, মমিন ইসলাম, নয়ন, জুয়েল, সুমন মিয়া ও রাবেল মিয়া। এ সময় ছিনতাই ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত দেশি অস্ত্র জব্দ করা হয়। র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করীম জানান, তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোহাম্মদপুর বেড়িবাঁধ, আদাবর, ঢাকা উদ্যান ও ধানমন্ডি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করত। এ ছাড়া কোনো পথচারীকে রাস্তায় একা পেলে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে পালিয়ে যেত। তাদের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারির বেশ কয়েকটি মামলা রয়েছে।

সর্বশেষ খবর