সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বেগুনের কেজি ৫ টাকা, লাউয়ের ক্রেতা নেই

লালমনিরহাট প্রতিনিধি

বেগুনের কেজি ৫ টাকা, লাউয়ের ক্রেতা নেই

লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারীর হাটবাজারে প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়। যেখানে এক কেজি বেগুনের দাম পড়ে ৫ টাকা। আর লাউ আকার অনুযায়ী বিক্রি হচ্ছে প্রতিটি ৫-২০ টাকা পর্যন্ত। তবে লাউ কেনায় তেমন আগ্রহ নেই ভোক্তাদের। স্বল্প দামের এই সুবিধা মধ্যস্থতাকারীদের জন্য পুরোপুরি ভোগ করতে পারছেন না শহরের বাসিন্দারা। গতকাল লালমনিরহাটের কালীগঞ্জের শিয়ালখোওয়া, চাপারহাট, কাকিনা এবং আদিতমারীর কুমড়ীরহাট, হাজিগঞ্জ সবজি এলাকা খ্যাত পাইকারি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, প্রতি বছর রমজান মাসে বেগুনসহ অন্যান্য সবজির দাম বেড়ে যায়। রমজানে ইফতারিতে বেগুনি ছাড়া যেন জমে না। বিগত বছরে বাজারে বেশি থাকায় রমজানে বেগুনের বেগুনি নিয়ে বেশ আলোচনা সমালোচনাও ওঠে ভোক্তাদের মুখে। ভালো মুনাফা পেতে রমজান ঘিরে বেগুন চাষ করেন অনেক চাষি। এ বছর ঘটছে বিপত্তি। প্রথম রমজানে বেগুন ৫০ টাকা কেজি পাইকারি বিক্রি হলেও হঠাৎ ৬/৭ রমজান থেকে দরপতন ঘটে। এখন বিক্রি হচ্ছে ৫ টাকা কেজিদরে। যা খেত থেকে বেগুন সংগ্রহ করতে শ্রমিক খরচই উঠছে না চাষিদের। আর লাউয়ের ফলন কম হলেও বাজারে চাহিদা না থাকায় কৃষক ও বিক্রেতারা লোকসানের সম্মুখীন হতে পারেন।

সবজির পাইকারি ক্রেতা কাওসার বলেন, এ বছর চাষিদের উৎপাদিত বেগুনের রং ভালো না। তাই এর কদর কম। এ জন্য দামও কমেছে।

সর্বশেষ খবর