সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সৈয়দপুর কলেজে ছাত্রলীগের তালা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

অধ্যক্ষের অপসারণের দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সাত দিনের মধ্যে দাবি আদায় না হলে কলেজ অচল করে দেওয়া হবে বলে ছাত্রলীগ সৈয়দপুর কলেজ শাখার সভাপতি শাহ আলম জানান।

গত ৭ মার্চ পালনের অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলায় ১০ মার্চ থেকে কলেজ শাখা ছাত্রলীগ অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে। এরই অংশ হিসেবে গতকাল দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে ঝোলানো হয় তালা। এ সময় অধ্যক্ষ তার কক্ষে উপস্থিত ছিলেন না। ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক আকাশ সরদার বলেন, ওই অধ্যক্ষ জামায়াত মতাদর্শের ব্যক্তি। সে কারণে তিনি জাতীয় দিবসগুলোতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুখে উচ্চারণ করতে চান না। প্রতি মুহূর্তে কলেজে তিনি জামাতীকরণ করার চেষ্টা অব্যাহত রেখেছেন। যেসব শিক্ষক জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুর অনুসারী সেসব শিক্ষককে করছেন তিনি হেনস্তা। এমন ঘটনার শিকার হয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার যুগ্ম সম্পাদক ও কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কামাল আহমেদ। তিনি আরও জানান, প্রগতিশীল ও মুক্তচিন্তার শিক্ষকরা সবসময় ওই অধ্যক্ষের দ্বারা প্রতিনিয়ত নাজেহাল হয়ে আসছেন। অধ্যক্ষের কক্ষে তালা ঝোলার বিষয়ে জানতে কথা হয় কলেজের সিনিয়র অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সঙ্গে। তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা ঘটতে পারে তা আঁচ করতে পেরে তিনি (অধ্যক্ষ) আমাকে দায়িত্ব দিয়ে চলে গেছেন। নির্দেশ দিয়েছেন রুটিন দায়িত্ব পালনের।

সর্বশেষ খবর