মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

শেয়ারবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনেও বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই দরপতন হয়েছে বাজারে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে মাত্র ৪১টি প্রতিষ্ঠানের। দাম কমেছে ৩১৮টি প্রতিষ্ঠানের। আর ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৪ পয়েন্টে নেমে গেছে। সবকটি মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর