বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আদিবাসীদের ফাগুয়া উৎসব পালিত

নাটোর প্রতিনিধি

আদিবাসীদের ফাগুয়া উৎসব পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মুন্ডা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ‘ফাগুয়া উৎসব’ উদযাপিত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার দরাপপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পল্লীতে এ উৎসব উদযাপিত হয়। এ সময় মুন্ডা সম্প্রদায়ের নারী পুরুষ, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী উৎসবে মেতে ওঠেন। উৎসবের শুরুতে খোলা জায়গায় খড়কুটো ও গাছের ডালের সমন্বয়ে একটি ঘর সদৃশ স্থাপনা তৈরি করা হয়। পরে এ সম্প্রদায়ের পুরোহিত সেখানে পূজা-অর্চনাশেষে ওই স্থাপনায় আগুন ধরিয়ে দেন। দাউদাউ করে আগুন ধরে গেলে সেখানে উপস্থিত সবাই ওটা লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। পরে একে অন্যকে আবির ও রং মাখিয়ে আনন্দে মেতে উঠেন। এ ছাড়া উৎসবের অংশ হিসেবে তরুণরা ‘বুন্দিয়া খেলা’য় (কেরোসিন মাখানো কাপড়ের বল বানিয়ে তাতে আগুন ধরিয়ে শূন্যে ছুড়োছুড়ি খেলা) মেতে ওঠে। জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক কালিদাস রায় জানান, আমাদের অনেক ধর্মীয় ও সামাজিক রীতিনীতি হারিয়ে যাচ্ছে। এ ধরনের উৎসব পালন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণের চেতনাকে আরও মজবুত করে।

 

 

সর্বশেষ খবর