বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা
ভোলা

মাকে কুপিয়ে হত্যা ছেলে আটক

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে এসে গুরুতর আহত হয়েছেন এক প্রতিবেশী। সোমবার সন্ধ্যায় বোরহান উদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুলাল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলে রাহাতকে (৩০) আটক করেছে। নিহতের নাম নাসিমা বেগম (৪২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত রাহাত ঢাকায় কামরাঙ্গীরচরে পারিবারিক মুদি দোকানে থাকেন। কাউকে কিছু না জানিয়ে সোমবার সকালে তিনি বাড়িতে চলে আসেন। সন্ধ্যার দিকে মা নাসিমার সঙ্গে রাহাতের কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে রাহাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। মাকে বাঁচাতে গিয়ে দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন জান্নাত বেগম নামে এক প্রতিবেশী। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে এবং পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে। বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, লাশ উদ্ধার এবং অভিযুক্ত রাহাতকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর