শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

কেজরিওয়ালকে অপসারণের আবেদন হাই কোর্টে প্রত্যাখ্যান

প্রতিদিন ডেস্ক

কেজরিওয়ালকে অপসারণের আবেদন হাই কোর্টে প্রত্যাখ্যান

গ্রেফতারের পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে দিল্লি হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বে একটি বেঞ্চ এ আবেদন প্রত্যাখ্যান করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আদালত বলেছেন, এ আবেদনের মেরিট নিয়ে তারা মন্তব্য করবেন না। আরও বলেছেন, এ বিষয়ে রায় দেওয়া বিচারিক হস্তক্ষেপের বাইরে। আদালত আরও বলেছে, সরকারের অন্য শাখাগুলো আইন অনুযায়ী এ বিষয়ে পরীক্ষা করে দেখতে পারে। কোর্টের ওই বেঞ্চে আরেকজন বিচারক হলেন মানমিট পিএস অরোরা। অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আইনগত বাধা কি? এমন প্রশ্ন রাখেন আদালত। শুনানিকালে আবেদনকারী সুরজিৎ সিং যাদবের আইনজীবীদের বাধা কি তা দেখাতে নির্দেশ দেন আদালত। তারা বলেন, এ বিষয়ে প্রাকটিক্যাল কিছু জটিলতা থাকতে পারে। এদিকে দিল্লি আবগারি মামলায় কেজরিওয়ালের ইডি হেফাজত আরও চার দিন বেড়েছে। এর আগে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন আদালত।

 গতকাল ফের আদালত তাকে আরও চারদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি।

সর্বশেষ খবর