শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা
বিস্ফোরণে কাঁপছে সেন্টমার্টিন

নাফ নদে ফের মিয়ানমারের আট যুদ্ধজাহাজ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ নাফ নদের জল সীমানায় মিয়ানমারের আটটি যুদ্ধজাহাজ দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই জাহাজ দেখা দেওয়ার পর বিকাল ৩টা থেকে ওপার থেকে তুমুল গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। মাঝে মাঝেই ওই শব্দে কেঁপে উঠছে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন। স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। তারা জানান, গতকাল মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় শাহপরীরদ্বীপের জলসীমানায় জাহাজগুলোকে দেখা যায়। তবে এই জাহাজ আসার আগের দিন বৃহস্পতিবার থেকে গতকাল দুপুর পর্যন্ত তেমন গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা যায়নি। জাহাজ দেখা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে গোলাগুলি ও বিস্ফোরণ। বিকাল থেকে থেমে টেকনাফ পৌরসভা, সদর শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনে গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। শাহপরীরদ্বীপের বাসিন্দা আবদুর রহিম বলেন, দুপুর ১২টার দিকে একসঙ্গে আটটি মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা যায় সীমান্তে টহল দিতে। সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ‘হে আল্লাহ সেন্টমার্টিন দ্বীপবাসীকে হেফাজত করো। মিয়ানমারের বোমা যেন সেন্টমার্টিনের ওপর পড়তেছে, এত বিকট শব্দ আর কোনোদিন শুনিনি।’ স্থানীয়রা জানান, কিছুদিন আগে একটা মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা গিয়েছিল। গতকাল হঠাৎ আটটি যুদ্ধজাহাজ একসঙ্গে টহল দিতে দেখা যায়। সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানান, সকাল থেকে আমি সীমান্তের বেড়িবাঁধের দিকে ছিলাম। সকালে যুদ্ধজাহাজ দেখা গিয়েছিল, পরে চলে গেছে সেগুলো। সেন্টমার্টিনের বাসিন্দা আবদুল মালেক জানান, বিকাল ৩টার পর থেকে গোলাগুলি ও ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে গুলিগুলো বাড়ির ওপরে পড়ছে। জেলেরা ভয়ে মাছ শিকার না করে সাগর থেকে কূলে চলে আসছেন। আরেক বাসিন্দা জসিম উদ্দিন শুভ জানান, একের পর এক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে সেন্টমার্টিনের মাটি পর্যন্ত কেঁপে উঠছে। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সকালে নাফ নদের ওপারে মিয়ানমারের জলসীমায় একটি বড় ধরনের জাহাজ দেখা গিয়েছিল। এটি যুদ্ধজাহাজ নাকি দেশটির অন্য কোনো জাহাজ তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জাহাজটি দুপুরের আগেই সেখান থেকে সরে গেছে। কিন্তু জাহাজটি নাফ নদের সীমান্ত থেকে সরে যাওয়ার পরপরই মিয়ানমারের ওপার থেকে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে।’ তিনি জানান, বিজিবি সীমান্ত পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণে রেখেছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অনুপ্রবেশসহ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ খবর