শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ছিনতাই হওয়া জাহাজে খাবার ও পানি সংকট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহতে দেখা দিয়েছে পানি ও খাবারের সংকট। এ অবস্থায় নাবিকরা রেশনিং করে ব্যবহার করছেন খাবার ও পানি। এ ছাড়া নাবিকদের শরীরে এলার্জি জাতীয় রোগ দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘খাবার ও পানি সংকটের বিষয়ে আমরা অবগত নই। তবে সংকট দেখা দিলে জলদস্যুদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান হবে। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি, দস্যুরা বাইরে থেকে খাবার নিয়ে আসছে। তা নাবিকদের সঙ্গেও শেয়ার করছে।’ জানা গেছে, ভারত মহাসাগর থেকে ছিনতাই হওয়া আবদুল্লাহে ২৫ দিনের খাবার ও পানি মজুদ ছিল। কিন্তু জাহাজ কব্জায় নেওয়ার পর ওই খাবারে ভাগ সবায় দস্যুরাও। ফলে নির্ধারিত সময়ের আগেই ফুরিয়ে আসতে থাকে খাবার। এখন নাবিকরা রেশনিং করে খাবার খাচ্ছেন। দস্যুরা বাইরে থেকেও খাবার এনে খাচ্ছে। পানিও ব্যবহার করছে রেশনিং করে। এ বাস্তবতায় চার থেকে পাঁচ দিন পর পর নাবিকরা গোসল করছেন। এতে নাবিকদের অনেকের মধ্যেই দেখা দিয়েছে অ্যালার্জি জাতীয় রোগ।

দুম্বা আনছে জলদস্যুরা : এদিকে আরেক খবরে জানা গেছে, জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের জন্য তীর থেকে দুম্বা ও ছাগল আনছে জলদস্যুরা। তাই খাবার নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না তারা। এমভি আবদুল্লাহর নাবিকরাই এ তথ্য জানিয়েছেন। নাবিকদের মুক্ত করার বিষয়ে চট্টগ্রামের কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘আলোচনা চলছে। এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আমাদের চেষ্টা হলো যত দ্রুত সম্ভব নাবিকদের ফিরিয়ে আনা।’

সর্বশেষ খবর