রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ভাঙ্গা থেকে যশোর উচ্চগতির ট্রেন শুরু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা থেকে যশোর উচ্চগতির ট্রেন শুরু

ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশন থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত নবনির্মিত রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল সকাল ৮টা ৪১ মিনিটে ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে পাঁচটি বগি নিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার উচ্চগতিতে রেলযাত্রা শুরু করে। এরমধ্যে দুটি ইঞ্জিন ও তিনটি মালবাহী বগি রয়েছে। নতুন লাইনে প্রথম রেল যাওয়ায় বিভিন্ন স্থানে উৎসুক জনতা তা দেখতে ভিড় করেন।

ভাঙ্গা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে লোকো মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, পরীক্ষামূলকভাবে উচ্চগতিতে (ঘণ্টায় ১২০ কিলোমিটার) ট্রেন চলাচল করবে। যশোর থেকে ফিরে এসে দুপুর ১২ টায় পাঁচ বগির সঙ্গে আরও তিনটি যোগ হয়ে পুনরায় যশোরের উদ্দেশে ছেড়ে যাবে। ভাঙ্গা থেকে রূপদিয়া স্টেশনের দূরত্ব ৮৭ কিলোমিটার। এর মধ্যে কাশিয়ানি, পদ্মবিল ও সিঙ্গিয়াতে রেলওয়ে জংশন রয়েছে। পাশাপাশি রেল স্টেশন রয়েছে নগরকান্দা, মুকসুদপুর, মহেশপুর, লোহাগড়া, নড়াইল, যশোরের জামদিয়া ও রূপদিয়া। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. সাকিবুর রহমান জানান, ট্রেনের যাত্রাকালে রেলওয়ে কর্তৃপক্ষ, চায়না ইঞ্জিনিয়ারিং কোম্পানি, বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চায়না রেলওয়ে গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করে। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে এ ব্রডগেজ রেলপথ নির্মিত হয়।

সর্বশেষ খবর