সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ট্রান্সকমের শীর্ষ তিন কর্তাকে দেশে ফেরার সুযোগ দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সকম গ্রুপের শীর্ষ তিন কর্তা যাতে নির্বিঘ্নে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে পারেন, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। ট্রান্সকম গ্রুপের তিন শীর্ষ কর্তা হলেন গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন। তাদের পক্ষে করা রিটের শুনানি শেষে গতকাল বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম  সুজন, মাহবুব আলী, শাহ মঞ্জুরুল হক, মুন্সী মনিরুজ্জামান ও মো. ছিদ্দিক উল্লাহ মিয়া। পরে ছিদ্দিক উল্লাহ মিয়া উপস্থিত সাংবাদিকদের জানান, গুলশান থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার ছাড়া নির্বিঘ্নে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছেন এবং বাংলাদেশের এয়ারপোর্টে আসার পর ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন তাদের দেশে আসতে আর কোনো বাধা নেই। গত ২২ মার্চ গুলশান থানায় ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে এ মামলা করেন ছোট বোন শাযরেহ হক। মামলায় সিমিন রহমান ছাড়া আরও ১০ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন- সিমিন রহমানের ছেলে যারাইফ আয়াত হোসেন, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক ডা. মুরাদ এবং পরিচালক (বিপণন ও বিক্রয়) ডা. মো. মুজাহিদুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের পরিচালক (অর্থ) কামরুল হাসান, আইন কর্মকর্তা মো. ফখরুজ্জামান ভূঁইয়া, ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স)-কে এইচ মো. শাহাদত হোসেন, কর্মকর্তা জাহিদ হোসেন ও সেলিনা সুলতানা এবং গ্রুপের কর্মচারী রফিক ও মিরাজুল।

সর্বশেষ খবর