সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

গেমসে আসক্ত হয়ে নিজের শরীরে আগুন দিল শিশু

নিজস্ব প্রতিবেদক

স্মার্টফোনে বিভিন্ন কার্টুন ও ফায়ার গেমসে আসক্ত হয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে গাজীপুর সদর আড়িনাল এলাকার ছয় বছরের শিশু রাফিয়া মুনতাহা। ২৭ মার্চ এ ঘটনা ঘটে। অবস্থার অবনতি হলে শনিবার ওই শিশুকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শিশুটির মা জিন্নাত জাহান বলেন, মেয়ে রাফিয়া টিভি ও ফোনে ফায়ার গেমসসহ বিভিন্ন কার্টুন দেখে। সেসব কার্টুনে শিশুরা নিজের শরীরে আগুন ধরিয়ে আবার নিভিয়ে ফেলে। মেয়ে না বুঝে সেসব কার্টুন দেখে চুলার সামনে গিয়ে তার শরীরের সুতির জামায় আগুন ধরিয়ে দেয়। পরে নেভানোর চেষ্টা করে পারে না। দাউ দাউ করে শরীরে আগুন ধরে যায়। পরে বাসার লোকজন তাকে জাপটে ধরে তার শরীরে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে শরীরের অনেক অংশ পুড়ে যায়। তিনি আরও বলেন, তাদের বাসা গাজীপুর সদরের উত্তর ছায়াবিথি এলাকায়। রাফিয়ার বাবা ফার্মাসিস্ট এস এম মাহমুদুল হাসান। তবে আগুনের ঘটনাটি ঘটেছে তার নানার বাড়ি গাজীপুর সদরের ২৮ নম্বর ওয়ার্ড আড়িনাল এলাকায়। রাফিয়া গাজীপুরে একটি বিদ্যালয়ে প্লে গ্রুপে পড়াশোনা করে।

 ঘটনার পরপরই রাফিয়াকে দগ্ধ অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। চিকিৎসকরা বলছেন, আগুনে শিশুটির শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর। তার চিকিৎসা চলছে।

সর্বশেষ খবর