শিরোনাম
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধি

ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

সিলেট ও সুনামগঞ্জে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে কৃষকের মাঠের ফসল। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা তাণ্ডবে রাস্তা ও বিদ্যুতের তারে উপড়ে পড়েছে গাছ। শিলাবৃষ্টিতে অনেকের গাড়ির কাচ ও টিনের চাল ভেঙে গেছে। আহত হয়েছেন অনেকে। রবিবার দিবাগত রাত ১০টা থেকে এই ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। বয়োবৃদ্ধরা বলছেন, এর আগে সিলেটে এত বড় শিলা পড়তে দেখেননি তারা। গত রবিবার রাত ১০টার দিকে সিলেটে শুরু হয় ঝড়-তুফান ও শিলাবৃষ্টি। ঝোড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ সড়ক ও বিদ্যুতের তারে উপড়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। রাত ১০টা থেকে প্রায় ৪ ঘণ্টা অন্ধকারে থাকতে হয় মানুষকে। বিদ্যুৎবিহীন অবস্থায় অনেককে সাহরি খেতে হয়। ঝড় ও শিলাবৃষ্টিতে অনেক কাচা ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকের টিনের চাল ফুটো হয়ে গেছে। শিলাবৃষ্টিতে রাস্তায় চলাচলরত ও উন্মুক্ত স্থানে রাখা গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। গাড়ির ভাঙা গ্লাসের ছবি অনেকেই ফেসবুকে শেয়ার করতে দেখা গেছে। সিলেট নগরীর উত্তর কাজিটুলার সত্তরোর্ধ্ব আশরাফুজ্জামান চৌধুরী জানান, তিনি এর আগে এত বড় বড় শিলা পড়তে দেখেননি। আধা কেজির বেশি ওজনের শিলা পড়েছে বলে জানান তিনি। নাজমুল আলম নামের শিবগঞ্জের এক বাসিন্দা জানান, তার বাসার সামনে পড়া একটি শিলার ওজন ছিল ৫৫৩ গ্রাম। শিলাবৃষ্টিতে গ্যারেজের বাইরে রাখা দুটি গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে গেছে বলে জানিয়েছেন ইলেকট্রিক সাপ্লাই রোডের মুহিত রাজা চৌধুরী। একইভাবে শিলা পড়ে গাড়ির গ্লাস ভাঙার কথা জানিয়েছেন লালাদিঘীরপাড়ের মাসুদ আহমদ রনি। এদিকে, শিলা পড়ে সিলেটে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, আবার কেউ ভর্তি হয়েছেন হাসপাতালে। শিলার আঘাতে আহত হওয়া কয়েকজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, সুনামগঞ্জে রবিবার দিবাগত রাতে জেলার সদর, বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্য দিয়ে প্রবল গতিতে ঝড় বয়ে যায়। প্রবল ঝড়ের সঙ্গে হয় শিলাবৃষ্টি। ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় এ এলাকার বহু ঘরবাড়ি। এতে খোলা আকাশের নিচে রাত কাটান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

 

 

সর্বশেষ খবর