মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
আসাদুজ্জামান খান

নিয়ন্ত্রণ করা হবে কঠোরভাবে

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এবারের ঈদে যাত্রাপথে চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে। যানজট কমাতে বিভিন্ন সড়কে অস্থায়ী সিসি ক্যামেরা থাকবে। গতকাল সচিবালয়ে ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেলের দাম কমানোর সঙ্গে বাসের ভাড়াও সমন্বয় করা হবে। এ সময় বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেন, বাস মালিকরা সারা বছর যাত্রীদের নির্ধারিত ভাড়ার ওপর ডিসকাউন্ট দেন। ঈদের সময় সেটি দেন না এতে অনেকের মনে হয় ভাড়া বেড়েছে। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে সারা দেশে পোশাক পরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা মোতায়েন থাকবে। রাজধানীর কূটনৈতিক পাড়াসহ সব গুরুত্বপূর্ণ স্থানে, বড় শহর ও বন্দরগুলোতে পুলিশের টহল থাকবে। রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন, নৌপথে আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ ব্যবস্থা এবং লঞ্চ, বাস টার্মিনালে অজ্ঞান পার্টি, মলম পার্টির তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে।

তিনি আরও বলেন, ঈদের ছুটির আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সম্মত হয়েছে। শ্রমিকরা যাতে ধাপে ধাপে ছুটি পায় সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সাধারণ জনগণের ঈদ কেনাকাটা উপলক্ষে মার্কেট ও শপিং মলে নিরাপত্তা নিশ্চিত করা হবে। র‌্যাবের নিরাপত্তা টহল বাড়ানো হবে। স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। পয়লা বৈশাখের অনুষ্ঠান নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পয়লা বৈশাখে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পয়লা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা বা অন্য কোনো অনুষ্ঠানে বাধা নেই। তবে সন্ধ্যার পর সীমিত করতে হবে। উদ্যানে, রাস্তাঘাটে, উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করে একটা কমিউনিটি হল বা আবদ্ধ স্থানে নিতে হবে। যাতে করে সবাই ভালো থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমজান শুরুর পর থেকে দুপুর গড়ালেই রাজধানী ঢাকার সড়কগুলোতে প্রচণ্ড যানজট শুরু হয়। ঈদ ঘনিয়ে এলে এটা আরও বাড়ে। কারণ ঈদ শপিংয়ের জন্য মানুষ মার্কেটে যান। ঈদকে সামনে রেখে যানজট কীভাবে সহনীয় রাখা যায়, সে বিষয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে। ঈদযাত্রা পথে বিকল গাড়ি সড়াতে রেকার থাকবে। যানজট মনিটরিংয়ে প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে। ঈদের সময় বাসভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেন, আমি জানি এটি একটি বিতর্কিত বিষয়। এটি নিয়ে আলোচনা হয়েছে। বিমানের ভাড়া বাড়ছে নাকি কমছে? বিমান কি যানবাহন না? অবশ্যই বিমান গণপরিবহন। ঢাকা থেকে যাচ্ছে, সেই গাড়িটা কিন্তু ফাঁকা আসছে। সেখানে অনেক সময় তারা ভাড়া কিছুটা বাড়ায়, তাও খুব বেশি নয়।

সর্বশেষ খবর