বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
বেতন-বোনাস দাবি

ফের শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন কেয়া নিট কম্পোজিটের শ্রমিকরা। গতকাল সকালে শ্রমিকরা ফের কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। বর্তমানে শ্রমিকরা কাজ বন্ধ করে ভিতরে অবস্থান করছেন। এদিকে আন্দোলনের মুখে সোমবার বিকালে শুধু কেয়া স্পিনিং মিলের শ্রমিকদের ঈদ বোনাস দেয়। এর পরও তারা কর্মবিরতি চালিয়ে যায়। ইফতারের পর স্পিনিং মিলের শ্রমিকদের সঙ্গে কেয়া নিট কম্পোজিট লিমিটেডের গার্মেন্টের শ্রমিকরা একতাবদ্ধ হয়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। রাত ১১টার দিকে রাস্তা থেকে অবরোধ তুলে নেন। কিন্তু মূল ফটকে নাইট শিফটের শ্রমিকরা অবস্থান নেন। আন্দোলনরত শ্রমিকরা জানান, সোমবার আন্দোলন করা হলে কেয়া স্পিনিং মিলস, কেয়া কটন, কেয়া ইয়ার্ন মিলসে ঈদ বোনাস দিয়েছে। তবে কেয়া নিট কম্পোজিট (গার্মেন্ট), কেয়া ডাইং অ্যান্ড নিটিং এবং কেয়া কসমেটিকসে ঈদ বোনাস না দেওয়ায় তারা আন্দোলন করছেন।

সর্বশেষ খবর