বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল ইফতারের পর সন্ধ্যা ৭টা ২০ মিটিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়ে ৭টা ৫৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ পৌঁছান তিনি।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার দিবাগত রাত ৩টায় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বোর্ডের সিদ্ধান্তক্রমেই তাকে বাসায় নেওয়া হয়েছে। বাসায় রেখেই তাকে চিকিৎসা দেবে মেডিকেল বোর্ড। তবে প্রয়োজনে যে কোনো সময় তারা আবারও তাকে হাসপাতালে স্থানান্তর করতে পারেন। খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

সর্বশেষ খবর