বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

বৃষ্টিতে দূষণ কমলেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিন ধরে মাঝেমধ্যে হালকা বৃষ্টিপাতের কারণে ঢাকার বাতাসে ধূলিদূষণ কিছুটা কমেছে। তবুও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস। গত ৩০ দিনে এক দিনও স্বাস্থ্যকর ছিল না এই শহরের বায়ু। ছয় দিন ছিল সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ২৪ দিন ছিল সবার জন্য অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এমন তথ্যই দিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, গতকাল সকাল ৭টায় বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৫২, যা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। রাত ৮টায় স্কোর বেড়ে হয় ১৫৭। এ সময় ঢাকা ছিল বিশ্বের চতুর্থ দূষিত বায়ুর শহর। সবচেয়ে দূষিত শহর ছিল থাইল্যান্ডের চিয়াং মাই। তবে মাঝের সময়টুকুতে দূষণ কিছুটা কম থাকায় রাত ৮টা নাগাদ গড় দূষণ ছিল সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে বৃষ্টির কারণে ফেব্রুয়ারির চেয়ে মার্চে দূষণ কিছুটা কমেছে। গত ফেব্রুয়ারিতে ১৩ দিনই ঢাকার বাতাস ছিল খুবই অস্বাস্থ্যকর। বাকি দিনগুলো ছিল অস্বাস্থ্যকর। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর ও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সর্বশেষ খবর