শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
মাদরাসায় মাসব্যাপী ইফতার

‘এতিমের দোয়া পাচ্ছে বসুন্ধরা’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

‘এতিমের দোয়া পাচ্ছে বসুন্ধরা’

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের অন্যান্য এলাকার পাশাপাশি কেরানীগঞ্জের বিভিন্ন মাদরাসায় মাসব্যাপী ইফতারের ব্যবস্থা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা রিভারভিউ এলাকার তিনটি মাদরাসার প্রায় ২ হাজার শিক্ষক-শিক্ষার্থীর জন্য প্রতিদিন বিকালে পৌঁছে দেওয়া হচ্ছে রকমারি ইফতারি। এতে সন্তোষ প্রকাশ করেছেন মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলেছেন, ইফতারি পেয়ে সবাই বসুন্ধরার জন্য দোয়া করছেন। এসব মাদরাসায় থেকে অনেক এতিম শিশু লেখাপড়া করে। কারও বাবা নেই, কারও মা নেই, কারও কেউই নেই। এসব এতিম শিশুর দোয়া পাচ্ছে বসুন্ধরা। গতকাল বিকাল ৫টায় বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় জামিয়া রাব্বানিয়া আরাবিয়া বসুন্ধরা মাদরাসায় গিয়ে দেখা যায়, বসুন্ধরা গ্রুপের পাঠানো ইফতারি সামগ্রী গুছিয়ে পরিবেশনে ব্যস্ত সময় পার করছে ছোটবড় শিক্ষার্থীরা। ইফতারি পেয়ে খুব খুশি শিক্ষক-শিক্ষার্থীরা। ইফতারিতে ছিল ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনি, আলুর চাপ, জিলাপি, নানা রকমের ফলসহ বাহারি পদ। ইফতারের পর শিক্ষার্থী-শিক্ষকদের চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। একজন শিক্ষক ইফতারের আগে দোয়া করেন। দোয়ায় বসুন্ধরা গ্রুপের পুরো পরিবারের মঙ্গল কামনা করা হয়। মাদরাসার ছাত্র তাহমিদ সিদ্দিক বলেন, ‘বসুন্ধরা গ্রুপ আমাদের জন্য যে খাবার পাঠায় তাতে আলহামদুলিল্লাহ সবার ভালোমতো হয়ে যায়।’ কৃতজ্ঞতা প্রকাশ করে মাদরাসাছাত্র মো. আবদুল্লাহ বিন সাদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক সফলতা কামনা করে আমরা দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেছি, আল্লাহ রোজাদারদের দোয়া ফেরত দেন না।’ মাদরাসার ছাত্র আবদুল্লাহ মতিন বলেন, ‘রোজায় পড়াশোনার জন্য মাদরাসায় রয়ে গেছি। এখানে ইফতার করার জন্য বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রতিদিন খাবার আসে। এ মাদরাসায় অনেক এতিম ও অসহায় শিক্ষার্থী পড়াশোনা করে। বসুন্ধরা গ্রুপ সব সময় আমাদের পাশে থাকায় আমরা কোনো কিছুর অভাব বুঝতে পারি না। এসব এতিমের দোয়া তারা পাবে।’ মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ কারি হেদায়াতুল্লাহ বলেন, ‘বর্তমানে মাদরাসায় ছাত্র-শিক্ষক মিলিয়ে প্রায় ১৫০ জন রয়েছেন। চারজন খাদেম রয়েছেন। তাদের সবার ইফতারি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পাঠানো হয়। এ মাদরাসায় নুরানি মক্তব থেকে হিফজ পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করেন। রমজান মাস উপলক্ষে আরব বিশ্বের মানুষ অনেক বড় পরিসরে ইফতারের আয়োজন করে। আমাদের দেশের বিত্তবানরাও নানা দানদক্ষিণা করেন। বাংলাদেশে হাতেগোনা যে কজন এ কাজগুলো করেন তাদের মধ্যে বসুন্ধরা অন্যতম। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এত সুন্দর একটি উদ্যোগ ও সওয়াবের কাজের জন্য মাদরাসার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।’ এদিকে অন্য দিনের ধারাবাহিকতায় গতকালও রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন মসজিদ-মাদরাসায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ইফতারি বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘বসুন্ধরা গ্রুপের লোকজন আমার কাছে এসেছিলেন। তারা ভালো কাজ করছেন। ভালো কাজের প্রশংসা করতেই হবে।’ উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান। তারা গঙ্গাচড়ার মতো অবহেলিত এলাকার মসজিদে মাসব্যাপী ইফতারি বিতরণ করছেন এটি সত্যিই প্রশংসনীয়।’

 

 

সর্বশেষ খবর