শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মুচলেকায় ছাড়া পেল শিকারি, বাঁচল সাত ঘুঘুর প্রাণ

নাটোর প্রতিনিধি

মুচলেকায় ছাড়া পেল শিকারি, বাঁচল সাত ঘুঘুর প্রাণ

নাটোরের সিংড়ায় বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে সাতটি ঘুঘু ডানা মেলেছে আকাশে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিংড়া মৎস্য আড়ত সংলগ্ন একটি অটো ভ্যানগাড়ির আপেল ফলের প্লাস্টিক কার্টনের বন্দিদশা থেকে পাখিগুলো উদ্ধার করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে পাখিগুলো থানা চত্বরে নিয়ে অবমুক্ত করেন ওসি আবুল কালাম ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ, পরিবেশ কর্মী জুবায়ের হক, কুরবান আলী প্রমুখ।

এ সময় আর কোনো দিন পাখি কেনাবেচা ও শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে কালীনগর গ্রামের সজল ইসলাম (১৬) নামে ওই কিশোরকে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর