শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশির লাশ দুই দিন পর ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তের ওপারে গুলিতে নিহত সাইফুলের (৩০) লাশ দুই দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে। পরে সাইফুলের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ হস্তান্তরের আগে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন গরু আনার জন্য রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৫৯ বিএসএফের হাবিবপুর ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি ছোড়লে সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ নিয়ে যায় বিএসএফ। নিহত সাইফুল জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।

সর্বশেষ খবর