রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

যুবককে কুপিয়ে হত্যা, দুজনকে গুলি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার বদরখালী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে মো. রিয়াদ নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ছাড়া গুলি এবং কুপিয়ে দুজনকে গুরুতর আহত করা হয়। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। আহতের মধ্যে জিহাদের পায়ে গুলি ও ছোটনের বাম হাতের কব্জি কেটে আলাদা করে ফেলেছে সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রিয়াদ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত রিয়াদ বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মগনামাপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। আহত ছোটন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড টুটিয়াখালী গ্রামের আবদুল আজিজের ছেলে এবং জিদান মাতারবাড়ি পাড়ার বারেক আহমদের ছেলে। জানা যায়, বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম নামে এক যুবক এলাকায় সন্ত্রাসী বাহিনী তৈরি করে ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছে। এনিয়ে গত এক মাস আগে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে বিভক্ত হয়ে পড়ে। পরে তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চরম পর্যায়ে পৌঁছে। শুক্রবার রাত ৮টার দিকে রিয়াদ, ছোটন ও জিদান বদরখালী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় টুটিয়াখালী এলাকায় পৌঁছলে ওত পেতে থাকা নজরুলের নেতৃত্বে ১০-১১ জন সন্ত্রাসী মোটরসাইকেল আরোহীদের গতিরোধ এবং জিদানের পায়ে গুলি করে। একপর্যায়ে তিন মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে যান। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাড়াড়ি কুপিয়ে রিয়াদের ডান পায়ের গোড়ালী এবং ছোটনের বামহাতের কব্জি কেটে আলাদা করে। এ ছাড়া দুজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এদের মধ্যে আহত রিয়াদকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কুপিয়ে হত্যা ও আহতের ঘটনায় সম্পৃক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর