রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
ঈদ যাত্রা

যানজট নেই, বিলম্ব কিছুটা রেলে

নিজস্ব প্রতিবেদক

যানজট নেই, বিলম্ব কিছুটা রেলে

রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে তোলা

পরিবারের সঙ্গে ঈদ পালন করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। প্রতিদিন ঢাকা ছাড়ছে নগরবাসী। বাসস্ট্যান্ড, রেলস্টেশন সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। প্রতিবার বাসে ঈদযাত্রায় ভোগান্তির খবর পাওয়া গেলেও এবার তুলনামূলক স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরছে মানুষ। ঈদে যান চলাচল বাড়লেও যানজটের বড় কোনো খবর পাওয়া যায়নি। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতেও তেমন দুর্ভোগ হয়নি। তবে গতকাল কয়েকটি ট্রেন কিছু বিলম্বে ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ রেলওয়ের  মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার সাহাদাত আলী বলেন, ঈদযাত্রায় ট্রেনের বিলম্ব সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার কারণে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা।

রেলপথে ঈদযাত্রায় গতকাল রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল গত কয়েকদিনের তুলনায় বেশি। সকাল থেকেই বেশ কয়েকটি ট্রেন দেরি করে স্টেশন ছাড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তথ্যমতে, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটির গতকাল বেলা পৌনে ২টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা ছিল। ১ ঘণ্টা ১৫ মিনিট পর বেলা ৩টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। পৌনে ২ ঘণ্টা দেরিতে ছেড়েছে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। নেত্রকোনার মোহনগঞ্জ অভিমুখী মহুয়া কমিউটার ও চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনও অনেকটা বিলম্বে স্টেশন ছেড়ে গেছে। এতে এসব ট্রেনের যাত্রীরাও পড়েন ভোগান্তিতে। চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস বেলা দেড়টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি বেলা ২টার দিকে ছেড়েছে। রেলপথে ঈদযাত্রার প্রথম তিন দিন ঘরমুখো মানুষকে খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি। বেশির ভাগ ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। তবে গতকালের চিত্রটা ছিল কিছুটা ভিন্ন। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ইঞ্জিন-সংকটে কয়েকটি ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা রেলস্টেশনের কয়েকজন কর্মকর্তা বলেন, শনিবার বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে গেছে। এ কারণে রবিবার শিডিউল বিপর্যয়ের আশঙ্কা আছে। যাত্রী চাপ বেড়েছে মহাখালীর বাস কাউন্টারগুলোতেও। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা, ময়মনসিংহ, জামালপুরসহ বিভিন্ন জেলার বাস ছেড়ে যায় এই বাসস্ট্যান্ড থেকে। টিকিটের অতিরিক্ত ভাড়া ঠেকাতে এখানে কঠোর অবস্থানে প্রশাসন। প্রতিটি কাউন্টারের সামনে নির্ধারিত ভাড়া কাটার নোটিস টাঙানো হয়েছে। কোনো কাউন্টার অতিরিক্ত ভাড়া নিলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে নোটিসে বলা হয়েছে। গাবতলীতে দূরপাল্লার বেশির ভাগ বাস নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। যাত্রী চাপ বাড়লেও আগেই টিকিট সংগ্রহ করায় গাবতলীতে বাড়ি ফেরা মানুষের খুব বেশি ভিড় লক্ষ্য করা যায়নি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার সাহাদাত আলী গতকাল ঢাকা রেলস্টেশনে ঈদযাত্রা পরিদর্শনে এসে বলেন, ঈদযাত্রায় ট্রেনের বিলম্ব সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে বাংলাদেশ রেলওয়ে। যেসব ট্রেনের সময়সূচিতে বিলম্ব আছে, সেগুলোকে প্রতি ঘণ্টায় মনিটরিং করা হচ্ছে। বিশেষ কোনো ঘটনা না ঘটলে আমাদের যে ব্যবস্থাপনা আছে, তাতে সব ট্রেন সঠিক সময়ে চালানোর ব্যবস্থা করব আমরা। যাত্রী চাপ থাকা পশ্চিমাঞ্চলের আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর রেলস্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে চলাচল করছে। এ ট্রেন দুটি বিমানবন্দর স্টেশনেও যাত্রাবিরতি করছে না।

সর্বশেষ খবর