সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঢাকা-সিলেট ৭ কিমি যানজটে নাকাল যাত্রীরা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে সাত কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সড়ক দুর্ঘটনার কারণে গতকাল সকাল ১০টার দিকে মহাসড়কের যাত্রামুড়ার আশপাশে এ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। পুলিশ জানায়, উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়ায় সকাল ৮টার দিকে একটি প্রাইভেট কার এবং মালবাহী ট্রাকে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের দুই যাত্রী আহত হন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আর এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সকাল ৯টার দিকে গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলেও সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। যানজটের কারণে অনেক যাত্রী সময়মতো বাড়িতে পৌঁছতে পারবে কি না এমন আশঙ্কায় ভুগছেন।

সিলেটগামী যাত্রী ফারুক আহমেদ বলেন, ঈদ উদযাপন করতে  দীর্ঘ কয়েক মাস পর বাড়িতে যাচ্ছি। যাত্রার শুরুতেই যানজট শুরু হয়েছে। সময়মতো বাড়িতে যেতে পারব কি না শঙ্কায় আছি। মিতালী পরিবহনের ড্রাইভার মো. রাসেল বলেন, রোজার কয়দিন রাস্তায় যাত্রী তেমন ছিল না। আমরাও টাকা রোজগার করতে পারিনি। মালিকও বঞ্চিত হচ্ছে। ঈদের আগে এমন যানজট থাকলে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি পরিবহন শ্রমিক, মালিক সবার ক্ষতি। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক জানান, যাত্রামুড়ায় দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সর্বশেষ খবর