সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জাকাত নিতে গিয়ে পদদলনে মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে জাকাতের শাড়ি নিতে এসে পদদলিত হয়ে ভানু বেগম (৬১) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানিপুর এলাকায় ব্যবসায়ী দেলোয়ার হোসেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভানু বেগম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের গফুর সরদারের স্ত্রী। ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও ২৭ রমজানে ৩ হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের ব্যবস্থা করা হয়। সকাল ৭টা থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণের        কথা থাকলেও ফজরের নামাজের পর থেকে মানুষ একত্রিত হতে থাকেন। ৬টার কিছু সময় পর বাড়ির একপাশের টিনের প্রবেশপথ ভেঙে সবাই একসঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভানু বেগম ধাক্কা খেয়ে মাটিতে পড়ে  মারা যান। তখন তিনি পদদলিত হন।

রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, দেলোয়ার হোসেন জাকাত হিসেবে অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। সকালে কয়েক হাজার মানুষের ভিড়ে ভানু বেগম মাটিতে পড়ে পদদলিত  হন। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর