মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

প্রতিদিন ডেস্ক

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

২০২৪ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন ছিল ৮ এপ্রিল সোমবার। মেক্সিকোর দিকে যাওয়ার আগে এ গ্রহণের ছায়া প্রশান্ত মহাসাগরীয় উপকূল স্পর্শ করার কথা স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে। আর যুক্তরাষ্ট্রের টেক্সাসে দৃশ্যমান হবে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে। মেক্সিকোতে পৌঁছানোর পর গ্রহণ কানাডার পূর্ব প্রান্তে পৌঁছাতে সময় লাগবে এক ঘণ্টা ৪০ মিনিট। সূত্র : বিবিসি, রয়টার্স।

খবরে বলা হয়, লাখ লাখ মানুষ এদিন উত্তর আমেরিকা মহাদেশ অতিক্রম করা এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছেন। বলা হয়, বিরল এ মহাজাগতিক ঘটনা তিনটি দেশজুড়ে সমুদ্র পূর্ব দিকে অন্ধকারের একটি সংকীর্ণ পথ তৈরি করবে, দুপুর হয়ে যাবে রাতের মতো অন্ধকার। এ ছাড়া ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের নির্দিষ্ট স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাওয়ার কথা। তবে পূর্ণগ্রাস এ সূর্যগ্রহণ সরাসরি দেখা যায়নি বাংলাদেশ থেকে। কারণ যে সময় সূর্যগ্রহণ হচ্ছিল তখন বাংলাদেশে ছিল রাত। সে কারণে সূর্যগ্রহণ দেখানো হয় অনলাইনে, সম্প্রচার করেছে নাসা। ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সোমবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নাসা এ ঘটনা লাইভ সম্প্রচার করছে। অর্থাৎ, বাংলাদেশ থেকে ৮ এপ্রিল রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত দেখা গেছে এ দৃশ্য। এ ঘটনার লাইভ স্ট্রিম নাসার ইউটিউব চ্যানেলে ও নাসাপ্লাস ওয়েবসাইটে সম্প্রচার করছে। এ ছাড়া টেক্সাসভিত্তিক ম্যাকডোনাল্ড অবজারভেটরি (গপউড়হধষফ ঙনংবৎাধঃড়ৎু) নামের একটি ইউটিউব চ্যানেলেও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করছে। পূর্ণগ্রহণটি গড়ে প্রায় ১১৫ মাইল (১৮৩ কিলোমিটার) প্রশস্ত। মহাদেশ অতিক্রম করার সঙ্গে সঙ্গে এটি বিভিন্ন সময় অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর