মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
ঈদের ছুটিতেও খুনোখুনি

পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নীলপূজায় কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে সন্যাসীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার রাতে উপজেলার ভগবাননগর গ্রামের আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আদিবাসী পল্লীর শিপন বিশ্বাস ও শিবু বিশ্বাস নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, ভগবাননগর গ্রামের আদিবাসীপাড়ায় পয়লা বৈশাখ উপলক্ষে নীলপূজার অংশ হিসেবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। রবিবার বিকালে এ নিয়ে ওই গ্রামের মাতব্বর সুনীল বিশ্বাসের সঙ্গে অধির বিশ্বাস নামের এক চৈত্র সন্যাসীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এক সন্যাসীকে থাপ্পড় মারে সুনীল বিশ্বাস। পরে রাতে বাড়ির পেছনে গেলে সুনীল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর