মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নিউইয়র্কে টাইমস স্কয়ারে বর্ষবরণ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে টাইমস স্কয়ারে বর্ষবরণ

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাংলা নতুন বছরকে বরণে বর্ণাঢ্য অনুষ্ঠান করা হয়েছে। স্থানীয় সময় গত শনিবার বিকালে বাংলাদেশের সময়ের সঙ্গে মিলিয়ে ‘এনআরবি ওয়ার্ল্ডওয়াইড’-এর উদ্যোগে এটি ছিল ‘এসো হে বৈশাখ-এসো এসো’র আহ্বানে দ্বিতীয় আয়োজন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা অভিনেতা-সংগঠক হাসান ইমাম উদ্বোধনী বক্তব্য দেন। তিনি বলেন, বহুজাতিক সিটির প্রাণকেন্দ্রে বাঙালি আমেজে বাংলা নতুন বছর বরণে ‘মঙ্গল শোভাযাত্রা’য় শরিক হতে পেরে আমিও অভিভূত, আনন্দিত। আমার মনে হচ্ছে আমি যেন বাংলাদেশেই দিবসটি উদযাপন করছি। এভাবে বাঙালির সংস্কৃতিকে বিশ্বময় উদ্ভাসিত করতে, জাগ্রত রাখতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সরব থাকতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়োজনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও অভিনেত্রী লায়লা হাসান, বিশেষ সম্মানীয় অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা, সিটি মেয়রের পক্ষে তার মুখ্য প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার। তোফাজ্জল লিটনের সঞ্চালনায় প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় হোস্ট সংগঠনের প্রধান বিশ্বজিৎ সাহা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এরপরই শুরু হয় মূলমঞ্চে বৈশাখ বরণের বিস্তারিত কর্মসূচি। এর সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন লেখক-সাংবাদিক শামিম আল আমিন এবং প্রিয়মুখ-উপস্থাপক ফাতেমা সাহাব রুমা। এ আয়োজনের দ্বিতীয় দিন রবিবার সিটির জ্যাকসন হাইটসে বৈশাখী মেলার পাশাপাশি চলে বাঙালিত্ব দৃশ্যমান করার নাচ, গান, পুঁথিপাঠ। এতে খ্যাতনামা শিল্পীর মধ্যে ছিলেন মমতাজ এবং পার্বতী দাস বাউল। সমবেত সংগীতের নির্দেশক আর পরিচালনায় ছিলেন মহিতোষ পাল তাপস। প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় বৈশাখ বরণের সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন জিএফবি গ্রুপের সিইও গোলাম ফারুক ভূইয়া, আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী শাহ এ সরোয়ার প্রমুখ।

সর্বশেষ খবর