মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বিশ্বের দীর্ঘতম আলপনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিশ্বের দীর্ঘতম আলপনা

কিশোরগঞ্জের হাওরের বিস্ময় অলওয়েদার সড়ক। আর এখন সৃষ্টি হলো আরেকটি নতুন রেকর্ড। অলওয়েদার সড়কের ১৪ কিলোমিটার জুড়ে অঙ্কন করা হয়েছে আলপনা, যা বিশ্বের দীর্ঘতম। বাংলা নববর্ষ উপলক্ষে রং আর তুলির আঁচড়ে বর্ণিল হয়েছে হাওর।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার জিরো পয়েন্ট থেকে শুরু করে হাওরের আরেক উপজেলা অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ নামে দীর্ঘ ১৪ কিলোমিটারব্যাপী আলপনা অঙ্কন করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ আলপনা এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়ার প্রয়াস চালানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে মিঠামইন জিরো পয়েন্টে তুলির শেষ আঁচড় দিয়ে আলপনা অঙ্কন সমাপ্তি ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওরে যেভাবে পর্যটক আসেন, গিনেস ওয়ার্ল্ড বুকে যখন ১৪ কিলোমিটার আলপনা স্থান করে নিতে পারবে, তখন আন্তর্জাতিকভাবে এ স্থানটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। এ বিশ্বরেকর্ড গড়ার মধ্য দিয়ে আমরা যেমন আমাদের নিজস্ব সংস্কৃতি নববর্ষ পয়লা বৈশাখ তুলে ধরতে পারছি, যেভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টে অন্তর্ভুক্ত হয়েছে, একই রকমভাবে গিনেস ওয়ার্ল্ড বুকেও নতুন একটি রেকর্ড করতে যাচ্ছি ১৪ কিলোমিটার দীর্ঘ আলপনা অঙ্কনের মধ্য দিয়ে। এ অবস্থায় বিদেশি পর্যটকরাও হাওরে আসার জন্য আগ্রহী হবেন।’ প্রতিমন্ত্রী গর্বের সঙ্গে উচ্চারণ করেন, ‘বিশ্বের দীর্ঘতম আলপনা এখন আমাদের।’ সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘একসময় হাওর ছিল অবহেলিত। মানুষকে দাওয়াত দিয়েও হাওরে আনা যেত না, তারা নাক সিটকাত। আর এখন সারা দেশ থেকেই মানুষ হাওরের উন্নয়ন দেখতে আসে। দীর্ঘ আলপনা অঙ্কনের মধ্য দিয়ে হাওরে নতুন একটি ইতিহাস সৃষ্টি হলো।’ বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যময় সব উৎসব উদ্যাপনে বাংলালিংক গভীরভাবে দায়বদ্ধ। বাংলালিংকের এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও দেশি উৎসব তুলে ধরার একটি প্রয়াস।’ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বাঙালি সংস্কৃতি উদ্যাপন করতে বার্জার ও এশিয়াটিকের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বের সবচেয়ে বড় আলপনা অঙ্কন করেছে কিশোরগঞ্জের হাওরে। ৬৫০ জন শিল্পী অঙ্কনে অংশ নেন। এতে ১২ হাজার লিটারের বেশি রং লেগেছে। গত শুক্রবার বিকালে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার অলওয়েদার সড়কের জিরো পয়েন্টে এ আলপনা অঙ্কন কাজের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর