শিরোনাম
মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

দেশজুড়ে তাপপ্রবাহ বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক

কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীসহ সারা দেশের জনজীবন। জীবিকার তাগিদে যারা ঘরের বাইরে বের হচ্ছেন তাদের তীব্র গরমের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগ ও বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে তাপমাত্রা আরও বাড়বে বলেও আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়। ঈদ ও নববর্ষের ছুটির কারণে এখনো অফিস-আদালতে পুরোদমে কাজ শুরু হয়নি। এ জন্য রাজধানী ঢাকায় মানুষের ভিড় কিছুটা কম। অন্যদিকে, গরমের তীব্রতায় বিশেষ প্রয়োজন ছাড়া মানুষজনও ঘরের বাইরে বের হচ্ছেন না। যারা সকাল ও দুপুরে বের হয়েছেন তারা ছাতা ব্যবহার করছেন এবং রিকশায় হুড তুলে দিচ্ছেন। তবে গরমের কারণে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষকে বিপাকে পড়তে হয়েছে। গরমে ঘেমে একাকার হলেও পেটের দায়ে রোদ-গরম উপেক্ষা করে তাদের কাজ করতে হয়। খাঁ খাঁ রোদে সড়কগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেক কম। তীব্র রোদে মিরপুর-১০ নম্বর এলাকায় গাছের ছায়ার নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন রিকশাচালক আবদুর গফুর মিয়া। তিনি বলেন, এত গরম পড়ছে যে একটা ট্রিপ দিলেই শরীর থেইকা দরদর কইরা ঘাম ঝরতাছে। ঘনঘন পিপাসা লাগতাছে। গরম খুব সহজেই কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। চলমান এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খেপুপাড়ায় (পটুয়াখালীর কলাপাড়া) ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রবিবার রাঙামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

 

সর্বশেষ খবর