মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভারতে নির্বাচন পর্যবেক্ষণে আওয়ামী লীগকে আমন্ত্রণ

কলকাতা প্রতিনিধি

ভারতের লোকসভা নির্বাচন পর্যবেক্ষণ করতে বিশ্বের ২৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আমন্ত্রণের তালিকায় বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নামও রয়েছে। দেশটির ৫৪৩ আসনে সাত দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট গ্রহণ ১৯ এপ্রিল, শেষ দফার ভোট গ্রহণ ১ জুন। বিজেপিসূত্রে বলা হয়েছে, ভারতের নির্বাচনপ্রক্রিয়া, নিজেদের দলের প্রচার পর্যবেক্ষণের জন্য বিশ্বের একাধিক দেশের ২৫টির বেশি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। চিঠি পাঠিয়ে সেসব রাজনৈতিক দলকে তাদের প্রতিনিধি ভারতে পাঠানোর আবেদন জানানো হয়েছে। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রয়েছে। বিজেপির পররাষ্ট্রবিষয়ক দফতরের প্রধান বিজয় চৌথাইওয়ালে বলেছেন, এর মধ্য দিয়ে আমন্ত্রিতরা সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলনের সাক্ষী হতে পারবেন। আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে প্রধান গণতান্ত্রিক এবং প্রতিবেশী দেশগুলোকে। এর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, তানজানিয়া, মরিশাস, উগান্ডাসহ একাধিক দেশের রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান রাজনৈতিক দল ক্ষমতাসীন ডেমোক্র্যাট বা বিরোধী রিপাবলিকানকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে যুক্তরাজ্যের দুটি প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ ও লেবার পার্টিকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি জার্মানির খ্রিস্টান ডেমোক্র্যাট ও সোশ্যাল ডেমোক্র্যাটদেরও আমন্ত্রণ জানানো হয়েছে? জানা গেছে, প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের কারণে সে দেশ থেকে কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়নি। একইভাবে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-কেও ভারতের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। সূত্র জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগকেই কেবল বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সর্বশেষ খবর