বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আন্তর্জাতিক মানের হয়নি নীতিমালা

ড. আহসান এইচ মনসুর

আন্তর্জাতিক মানের হয়নি নীতিমালা

গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেছেন, সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করার পর ঠিকমতো ব্যবস্থাপনা করতে পারলে খারাপ হবে না। কিন্তু দেখার বিষয় যেভাবে হুড়োহুড়ি করে একীভূত করা হলো, সেটাতে ভুল হলেও হতে পারে। একীভূত করার নীতিমালা যেটা করা হয়েছে সেটাও আন্তর্জাতিক মানের হয়নি। আরও স্বচ্ছতার প্রয়োজন আছে। হিসাব-নিকাশের প্রয়োজন আছে। যেহেতু জনগণের করের টাকা দেওয়া হবে, সেজন্য হিসাব-নিকাশটা খুবই গুরুত্বপূর্ণ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। ড. আহসান এইচ মনসুর বলেন, অধিগ্রহণকারী ব্যাংকের সংস্কৃতি যদি বিলুপ্ত ব্যাংকে যায় তাহলে গ্রাহকরা উপকৃত হবে। বিলুপ্ত ব্যাংকের কর্মীরা শক্তিশালী ব্যাংকের ভালো চর্চাগুলো করলে লাভবান হবে। ফলে ব্যাংক ব্যবস্থার উন্নতি হবে। খারাপ সংস্কৃতি দূর হবে। খারাপ দিকটা হলো ভালো ব্যাংকের ওপর একটি খারাপ ব্যাংকের বোঝা চাপবে। বোঝাটা কতখানি বড় তার ওপর নির্ভর করবে ভালো ব্যাংক কীভাবে এটা ব্যবস্থাপনা করবে। তাই বোঝার পরিমাণটা স্পষ্ট করার প্রয়োজন আছে। এটার ওপর ভিত্তি করে একটি পরামর্শ পেপার তৈরি করতে হবে। যেসব ভালো ব্যাংক খারাপ ব্যাংক নেবে সেখানে অনেকের চাকরি চলে যেতে পারে। মন্দ ঋণ কত, কোন কোন শাখা বন্ধ করতে হবে। মানবসম্পদ কত দরকার হবে। তিন বছর পরে তো হঠাৎ করে ছাঁটাই করা যাবে না। করতে হলে আস্তে আস্তে করা উচিত। এসব বিষয় ভাবতে হবে।

সর্বশেষ খবর