বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বন কর্মকর্তা হত্যায় চারজন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী কামালসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ছাড়া পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দেশি রিভলবারসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড ও উখিয়ায় অভিযান চালিয়ে র‌্যাব বন কর্মকর্তা হত্যা মামলার দুজনকে গ্রেফতার করে।

গতকাল দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, ৩১ মার্চ ভোররাতে উখিয়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে অভিযানে গেলে পাহাড়খেকো মাটি পাচারকারী চক্র বন বিভাগের কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ট্রাকের চাপায় হত্যা করে। এ ঘটনায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই র‌্যাব পাহাড়ের মাটি পাচারকারীদের বিরুদ্ধে তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে র‌্যাব-১৫-এর একটি দল হত্যার মূল পরিকল্পনাকারী মো. কামালকে সীতাকুণ্ড এবং সহযোগী হেলালকে উখিয়া কোর্টবাজার এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মাটি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ কয়েকটি ডাম্পার ট্রাক আটক ও মামলার প্রতিশোধ নিতে বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পার ট্রাকে চাপা দিয়ে হত্যা করেন। প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কর্মকর্তা জানান, সোমবার রাতে র‌্যাবের আরেকটি টিম কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশি আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর