বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -বাংলাদেশ প্রতিদিন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণের ৫৩তম বার্ষিকী ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল সকাল ৭টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় স্বাধীনতার স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তাঁর দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে মহান নেতার প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি বনানী কবরস্থানে মুজিবনগর সরকারের অন্যতম সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্ব ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালিকে চূড়ান্ত বিজয় এনে দেয়।

আওয়ামী লীগ সভানেত্রী পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় নেতাদের মধ্যে ড. আবদুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ড. সেলিম মাহমুদ, ড. শাম্মী আহমেদ, ডা. রোকেয়া সুলতানা, শামসুন নাহার চাপা, ফরিদুন্নাহার লাইলী, ওয়াসিকা আয়েশা খান, আমিনুল ইসলাম আমিন, সাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

 

 

সর্বশেষ খবর