বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভারতে নির্বাচনে তারকারা

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে নির্বাচনে তারকারা

সংসদে আসনশক্তি বাড়ানোর মতলবে লোকসভা (ভারতীয় সংসদের নিম্নকক্ষ) নির্বাচনে গুরুত্বপূর্ণ দলগুলো জনপ্রিয় তারকাদের দাঁড় করিয়ে থাকে। এবারও করিয়েছে। এসব প্রার্থীর বিষয়ে ভোটারদের কৌতূহল তীব্র।

তালিকায় হিন্দি ছবির অভিনেতা-অভিনেত্রীরা যেমন রয়েছেন, তেমন আঞ্চলিক সিনেমার সেলেবদেরও প্রার্থী করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) ভারতের ১৮তম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। মোট সাত দফায় দেশটির ৫৪৩ লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ চলবে, শেষ দফার ভোট ১ জুন। গণনা ৪ জুন।

এবারের নির্বাচনে প্রার্থী তালিকায় সবচেয়ে আলোচিত নাম বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে বিজেপির টিকিটে লড়ছেন তিনি। ইতোমধ্যে প্রচারের ময়দান চষে বেড়াচ্ছেন এ অভিনেত্রী, সাড়াও পাচ্ছেন। উত্তর প্রদেশের মথুরা আসনে এবারও বিজেপির প্রার্থী হেমা মালিনী। কয়েক বছর ধরেই বিজেপির হয়ে প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নিতে দেখা গেছে এ অভিনেত্রীকে। এটি তাঁর তৃতীয় নির্বাচন। নিজের ক্যারিশমা ও দক্ষতা কাজে লাগিয়ে এবারও নির্বাচনে জয় পাবেন বলে আশা হেমা মালিনীর।

উত্তর প্রদেশেরই মিরাট আসনে প্রার্থী অভিনেতা অরুণ গোভিল। ‘রামায়ণ’ টিভি সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করে বিখ্যাত হওয়া এ অভিনেতা একাধিক হিন্দি ছবিতেও দক্ষতা দেখিয়েছেন।

উত্তর প্রদেশের গোরখপুর আসনে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন ভোজপুরি ছবির নায়ক রবি কিষান। ২০১৯ সালের নির্বাচনেও তিনি এ আসন থেকে জয় পেয়েছেন। আজমগড় আসনে লড়ছেন প্রখ্যাত ভোজপুরি অভিনেতা দীনেশ লাল যাদব। তৃণমূল কংগ্রেসের টিকিটে আসানসোল আসনে লড়বেন শত্রুঘ্ন সিনহা। এর আগে ২০২২ সালের উপনির্বাচনে ওই কেন্দ্র থেকেই তৃণমূলের হয়ে লড়াই করে জয় লাভ করেছিলেন এ বলিউড অভিনেতা। তারও আগে বিজেপির এমপি ছিলেন শত্রুঘ্ন। অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ছিলেন তিনি। বীরভূম আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন টলিউড অভিনেত্রী শতাব্দী রায়। ২০০৯ সাল থেকে পরপর তিনবার এ আসনের এমপি তিনি। যাদবপুর লোকসভা আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। মেদিনীপুর লোকসভা আসনে অভিনেত্রী জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। এর আগে মেদিনীপুর বিধানসভা আসনে তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন তিনি।

ঘাটাল লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী টলিউড অভিনেতা দীপক অধিকারী দেব। ২০১৪ সাল থেকে তিনি এ আসনের এমপি। অন্যদিকে বিজেপির হয়ে এ আসনে লড়ছেন অভিনেত্রী হিরণ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি খড়্গপুর সদর বিধানসভা আসনের বিধায়ক। পশ্চিমবঙ্গের হুগলি লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। ২০১৯ সালে এ কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচিত হন তিনি। এ কেন্দ্রে তাঁর প্রধান প্রতিপক্ষ অভিনেত্রী রচনা ব্যানার্জি। তৃণমূলের হয়ে প্রথমবার লড়তে চলেছেন জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দিদি নাম্বার-১’ খ্যাত রচনা। কেরালার ত্রিশুর লোকসভা আসনে মালয়ালম অভিনেতা, টিভি প্রেজেন্টার সুরেশ গোপীকে প্রার্থী করেছে বিজেপি। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ত্রিশুর বিধানসভা আসনে লড়ে জয়ের মুখ দেখেছিলেন তিনি। কেরালার কোল্লাম লোকসভা আসনে সিপিআইএমের প্রার্থী হয়েছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা এম মুকেশ। এ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অভিনেতা জি কৃষ্ণকুমারকে। তামিলনাড়ুর বিরুধুনগর থেকে বিজেপির টিকিটে লড়ছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তামিল ও তেলুগু অভিনেত্রী রাধিকা শরৎ কুমার। উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসনে এবারও ভোজপুরি অভিনেতা ও গায়ক মনোজ তিওয়ারিকে দাঁড় করিয়েছে বিজেপি। ২০১৪ সালে প্রথমবার এ কেন্দ্র থেকে ৩ লাখের বেশি ভোটে জয় লাভ করেছিলেন তিনি। ২০১৯ সালেও এ কেন্দ্রটি নিজের দখলে রাখেন এ ভোজপুরি সুপারস্টার।

মহারাষ্ট্রের অমরাবতী আসনে তেলুগু অভিনেত্রী ও রাজনীতিবিদ নভনীত কউর রানাকে প্রার্থী করেছে বিজেপি। ২০১৯ সালে এ কেন্দ্র থেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন তিনি। এর আগে ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়লেও জিততে পারেননি। গত ২৮ মার্চ বিজেপিতে যোগদান করেন নভনীত।

তবে ভারতীয় রাজনীতিতে প্রথমবার নির্বাচনি লড়াইয়ে নেমে অনেকেই ভোটকে একত্র করে নিজের দিকে টেনে কেবল জয়ীই হয়েছেন তা-ই নয়, কখনো কখনো পোড় খাওয়া রাজনীতিকদের পরাজিত করতেও সক্ষম হয়েছেন। যেমন ১৯৮৪ সালে অমিতাভ বচ্চন কংগ্রেসের টিকিটে এলাহাবাদ আসনে হেমবতী নন্দন বহুগুণাকে হারিয়েছিলেন, কংগ্রেসের টিকিটেই দক্ষিণ চেন্নাইয়ে বৈজয়ন্তীমালা পরাজিত করেছিলেন এরা সেঝিয়ানকে। রাজনীতিতে নবাগত কংগ্রেস প্রার্থী গোবিন্দ আহুজা ২০০৪ সালে মুম্বাই-নর্থ লোকসভা আসনে বিজেপির রাম নায়েককে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর