বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ব্যাংক লুটের ঘটনায় আরও দুজন কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার দুটি ব্যাংকে সন্ত্রাসী হামলা ও ক্যাশ কাউন্টার থেকে টাকা লুটের ঘটনায় আরও দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, থানচির সোনালী ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা লুটে জড়িত সন্দেহে বান্দরবান সদর উপজেলার ফারুকপাড়া থেকে টাইসন বম (২৩) ও ভান খলিয়ান বমকে (৩৭) আটক করে যৌথ বাহিনী। গতকাল তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ব্যাংকে সন্ত্রাসী হামলা এবং লুটের ঘটনায় মোট ৬৩ জনকে আটক করা হয়। আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এই নিয়ে কারাগারে পাঠানো আসামির সংখ্যা ৬৫ জনে দাঁড়াল।

সর্বশেষ খবর