বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নিরাপদ জোনে এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভারত মহাসাগরের ডেঞ্জার জোন (বিপজ্জনক এলাকা) অতিক্রম করে নিরাপদ জোনে পৌঁছে গেছে জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। গতকাল দুপুরে জাহাজটি ডেঞ্জার জোন অতিক্রম করে। ২২ এপ্রিল সকালে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

এদিকে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহর ২১ নাবিক ওই জাহাজে করেই দেশে ফিরবেন। বাকি দুই নাবিক সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে বিমানযোগে দেশে ফিরবেন। নাবিকদের ইচ্ছায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা     (সিইও) মেহেরুল করিম। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, এমভি আবদুল্লাহ বর্তমানে নিরাপদ জোনে রয়েছে। ইইউ নেভাল ফোর্সের দুটি যুদ্ধজাহাজের প্রহরায় আরব আমিরাতের দিকে যাচ্ছে জাহাজটি। আগামী ২২ এপ্রিল এমভি আবদুল্লাহ আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে। জানা যায়, গতকাল দুপুরে বাংলাদেশ সময় ১২টায় এমভি আবদুল্লাহ ভারত মহাসাগরের বিপজ্জনক জোন হিসেবে পরিচিত এলাকাটি অতিক্রম করে। বর্তমানে ১২ নটিক্যাল মাইল স্পিডে জাহাজটি চলছে। জাহাজকে স্কট দিয়ে যাচ্ছে ইইউর দুটি যুদ্ধজাহাজ। দুই যুদ্ধজাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন জাহাজের ক্যাপ্টেন। এ ছাড়া ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে গত শনিবার দস্যুদের কবল থেকে মুক্ত করার পর এমভি আবদুল্লাহর চারদিকে লাগানো হয়েছে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী। প্রস্তুত করা হয়েছে ফায়ার হোস। বাংলাদেশ সময় শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৮ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। একই দিন বিকালে একটি বিশেষ উড়োজাহাজে মুক্তিপণ বাবদ তিন ব্যাগ ডলার এমভি আবদুল্লাহর পাশে সাগরে ছুড়ে ফেলা হয়। স্পিডবোট দিয়ে দস্যুরা ব্যাগ তিনটি কুড়িয়ে নেয়। প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজে ২৩ নাবিক রয়েছেন, যাদের সবাই বাংলাদেশি নাগরিক। ৩১ দিনের জিম্মিদশার পর মুক্তিপণ দিয়ে গত ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর