বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
আইএমএফ সভায় অর্থমন্ত্রী

বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে। মানুষের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরলেও যারা নেতিবাচক দৃষ্টি নিয়ে থাকেন তারা খুশি নন। ওয়াশিংটনের সদর দফতরে বিশ্বব্যাংক ও আইএমএফের চলা বসন্তকালীন সভায় অংশ নিচ্ছে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সেখানে ১৬ এপ্রিল বিশ্বব্যাংক আইএমএফের প্রধান কার্যালয়ে দিনভর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি কমবে আইএমএফের এমন পূর্বাভাসে চিন্তার কিছু নেই। এ সময় অর্থনৈতিক উত্তরণের ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এদিকে প্রতিনিধি দলে থাকাকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, আইএমএফের ঋণের ১০টি শর্তের ৯টি পূরণ করতে পেরেছে বাংলাদেশ। তাই ঋণের পরবর্তী কিস্তি পেতে কোনো অসুবিধা হবে না। ঋণের শর্তের বিস্তারিত পর্যবেক্ষণ করতে আগামী সপ্তাহে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছে আইএমএফের প্রতিনিধি দল। গভর্নর বলেন, মরিশাসের সঙ্গে অফশোর ব্যাংকিং চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংকের সঙ্গে মরিশাসের ব্যাংকের লেনদেন সহজ হবে। মরিশাসের গভর্নরের সঙ্গে এ বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এর ফলে মরিশাসে অবস্থানরত ৪০ হাজার বাংলাদেশি খুব সহজেই বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এখন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারেন না।

সর্বশেষ খবর