বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

সংসদ ভবন এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া সাবেক এমপিপুত্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আঁকা আলপনার ছবি ও ভিডিও করতে গত সোমবার ড্রোন উড়ান সাবেক এমপি এইচ এম গোলাম রেজার ছেলে হোসেন মোহাম্মদ মায়াজ (২৮)। এ ঘটনায় শেরেবাংলানগর থানা পুলিশ তাকে আটক করে। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। ড্রোন ওড়ানো বিষয়ে মায়াজ বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আঁকা আলপনার একটি ভিডিওগ্রাফি ও ছবি তোলার জন্য তিনি পূর্ব অনুমতি ছাড়া ব্যক্তিগত ড্রোন ব্যবহার করেন এবং এটি অনিচ্ছাকৃত ভুল। এলাকায় নিরাপত্তার স্বার্থে সচেতন থাকা উচিত ছিল। রেড জোনে ড্রোন উড্ডয়ন বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রওশানুল হক সৈকত গতকাল গণমাধ্যমকে বলেন, নিরাপত্তার জন্য স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আছে। এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিরাপত্তার জন্য জরুরি।

 

 

সর্বশেষ খবর