বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও কমিটি বিলুপ্ত

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে এক যুবতীর অন্তরঙ্গ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদোত্তীর্ণ কথা উল্লেখ করে ছাত্রলীগের তালতলী উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার  রাত সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি পত্রে উল্লেখ করা হয়নি। জানা গেছে, শুক্রবার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে এক যুবতীর শারীরিক অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়। এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে মিঠু ওই যুবতীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ক্ষোভ বিরাজ করছে ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে। এদিকে ১২ এপ্রিল ওই যুবতীসহ দুজনের বিরুদ্ধে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ড. মো. কামরুজ্জামান বাচ্চু তালতলী থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করার পর পুলিশ তাদের গ্রেফতার করে। দুজনই বর্তমানে জেলহাজতে রয়েছেন। ভিডিও ভাইরাল হওয়া ওই ছাত্রলীগ নেতা ওই মামলায় ২ নম্বর সাক্ষী। তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু আমাকে ব্লাকমেল করার ষড়যন্ত্র করছে। আমার বিশ্বস্ত লোকজনের বিরুদ্ধে আপত্তিকর ভিড়িও ছড়িয়েছে।

সর্বশেষ খবর