বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ব্যাংক আল ফালাহ কিনছে ব্যাংক এশিয়া

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের ব্যাংক আল ফালাহ বাংলাদেশের কার্যক্রম কিনে নিচ্ছে বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংক এশিয়া। করাচিভিত্তিক ব্যাংক আল ফালাহ গতকাল পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। এর আগে কেনার জন্য বিদেশি ব্যাংকটিকে প্রস্তাব দিয়েছিল ব্যাংক এশিয়া। কেনার বিষয়ে ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের আজকের সভায় সিদ্ধান্ত হবে। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হুসেইন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ব্যাংক আল ফালাহ তাদের আগ্রহের তথ্য পাকিস্তান স্টক একচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আমাদের আজকের পর্ষদ সভায় সিদ্ধান্ত হবে। তার আগে আসলে কিছু বলা যাচ্ছে না। পাকিস্তান স্টক একচেঞ্জের ওয়েবসাইটের তথ্য মতে, ব্যাংক আল ফালাহ লিমিটেডের পরিচালনা পর্ষদ সব বিধিবিধান মেনে বাংলাদেশের কার্যক্রম, সম্পদ এবং দায় ব্যাংক এশিয়ার কাছে বিক্রির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। এ বিষয়ে আমরা এখন স্টেট ব্যাংক অব পাকিস্তানের অনুমোদন চাইব।

সর্বশেষ খবর