শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ছোটভাইকে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে ছোটভাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড়ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বড় ছেলেসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন বাবা। বুধবার সন্ধ্যায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছোটভাই রাসেল রেজা বাবু (২৪)। এর আগে দিনাজপুর পৌরশহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে বড়ভাই মাসুদ রানা (৪০) তার ছোটভাইকে কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যান বলে জানা গেছে। নিহত রাসেল রেজা দিনাজপুর পৌরশহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলীর ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, রাসেল রেজা বাবুর সঙ্গে তার বড়ভাই মাসুদ রানার ভিটা-বাড়িসহ জায়গা-জমি নিয়ে মতবিরোধ চলছিল। তার জেরে বুধবার সকালে বড়ভাই, তার ভাবি রিমা বেগম, ভাতিজা ফারহান আলী রণক কুড়াল দিয়ে রাসেলের মাথা ও পায়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যায় রাসেল মারা যান। তিনি আরও জানান, এ হত্যা ঘটনায় নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী তার বড় ছেলে, তার স্ত্রী ও সন্তানকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

সর্বশেষ খবর