শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

দেশব্যাপী হিটওয়েভ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিটওয়েভ বা তাপপ্রবাহ। এটি আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, দেশের দক্ষিণপূর্ব অঞ্চলের তুলনায় পশ্চিমাঞ্চল তাপপ্রবাহে বেশি আক্রান্ত হচ্ছে।

আবহাওয়াবিদরা জানান, সাধারণত দেশের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেই আমরা তাকে হিটওয়েভ বলি। বর্তমানে দেশের বেশির ভাগ জেলার ওপর দিয়ে হিটওয়েভ অব্যাহত রয়েছে এবং আরও কয়েকদিন থাকবে। আশঙ্কা করা হচ্ছে আজ শুক্রবার থেকে সারা দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে। আর শনিবারের পর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে ৪৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকার কিছু অংশ, সিলেট ও চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চল রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের ওপর দিয়ে হিটওয়েভ অব্যাহত থাকবে। বর্তমানে সারা দেশের আবহাওয়া অফিসের আওতাধীন ৪৪টি স্টেশনের মধ্যে ২৬টি স্টেশনের হিটওয়েভ রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। জানা যায়, কোনো কোনো জেলায় তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রিতে পৌঁছালেও তাপ অনুভূত হচ্ছে অনেক বেশি। এমনকি চলতি মাসে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি পর্যন্ত উঠতে পারে এমন আশঙ্কা আছে। তাপমাত্রা যখন ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয় তখন তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

সর্বশেষ খবর