শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

টাইম প্রভাবশালীর তালিকায় বাংলাদেশি স্থপতি মেরিনা

নিজস্ব প্রতিবেদক

টাইম প্রভাবশালীর তালিকায় বাংলাদেশি স্থপতি মেরিনা

যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় সাময়িকী টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। সেরা উদ্ভাবক ক্যাটাগরিতে তিনি এ তালিকায় জায়গা করে নিয়েছেন। বুধবার ২০২৪ সালের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তাবাসসুমকে ‘নিঃস্বার্থ স্থপতি’ উল্লেখ করে মার্কিন স্থপতি সারাহ হোয়াইটিং ম্যাগাজিনে লিখেছেন, ‘তাবাসসুমের নকশা করা ভবনগুলোর মধ্যেও তাঁর স্বার্থহীনতার পরিচয় দেখা যায়। তাঁর কর্মের মধ্যে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধ ফুটে উঠেছে। পাশাপাশি আমাদের পরিবেশ যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা-ও তাঁর স্থাপত্যে উঠে এসেছে।’ আগা খান পুরস্কারপ্রাপ্ত ঢাকার বাইত-উর-রউফ মসজিদ নিয়ে মেরিনা তাবাসসুম বলেছেন, কৃত্রিম কোনো সাহায্য ছাড়াই একটা ভবনকে শ্বাসপ্রশ্বাস নিতে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যাঝুঁকি বাড়তে থাকা বাংলাদেশে তিনি বিশেষ ধরনের বাড়ির নকশা করেছেন। যেগুলোর নির্মাণ ব্যয় কম এবং সহজে সরিয়ে ফেলা যায়। উল্লেখ্য, মেরিনা তাবাসসুম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ‘মানবিক ঘর’ নির্মাণের জন্য ২০২১ সালে যুক্তরাজ্যের সন পদক লাভ করেন তিনি।

সর্বশেষ খবর