শিরোনাম
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

খুনের আসামিকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় খুনের মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পাকা ইউনিয়নের চকমহাপুরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মহন আলী (২৬)। তিনি চকমহাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও পেশায় ভ্যানচালক ছিলেন। এ ঘটনায় গতকাল বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যান মেরামতের জন্য মহন আলী পাশের বাঘা উপজেলার খাগড়বাড়িয়া বাজারে যান। রাতে ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মহনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই ঢাকায় নেওয়ার পথে গতকাল ভোর ৫টার দিকে তিনি মারা যান। পুলিশ আরও জানায়, ২০২১ সালে ১১ জুলাই বাগাতিপাড়ার সীমান্তবর্তী রাজশাহী বাঘা উপজেলার হরিপুরে কলেজছাত্র জাকির হোসেন খুন হন। জাকির ওই এলাকার মহির উদ্দিনের ছেলে। মহন আলী ওই হত্যা মামলার আসামি ছিলেন। নিহতের মা হনুফা বেগম জানান, হত্যা মামলায় তার ছেলে কারাগারে ছিল। প্রায় চার মাস আগে জামিনে মুক্ত হয়ে মহন বাড়ি ফিরে। বাড়ি আসার পর থেকে তাকে হুমকি-ধমকি দিচ্ছিল জাকিরের স্বজনরা। তিনি দাবি করেন, পূর্ব পরিকল্পিতভাবে বাদীপক্ষের লোকজন তার ছেলেকে হত্যা করেছে। তিনি জড়িতদের শাস্তির দাবি জানান। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত মহন হত্যা মামলার আসামি ছিলেন। এ ঘটনায় নিহতের মামা মামলা করেছেন। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।

 

 

 

সর্বশেষ খবর