শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তিন বছর শিকলবন্দি

ঝিনাইদহ প্রতিনিধি

তিন বছর শিকলবন্দি

ঘরে চৌকির ওপর বসে আছে ১৫ বছর বয়সী রিয়াজ। গলায় ঝুলছে শিকলের সঙ্গে তালা। শিকলের অন্যপ্রান্ত বাধা চৌকির সঙ্গে। তিন বছর ধরে এভাবে শেকলবন্দি দিন কাটছে রিয়াজের। ঝিনাইদহ শহরের আরাপপুরে ভাড়া বাসায় মা নার্গিস ও বাবা লিটনের সঙ্গে বসবাস করছে সে। পরিবারের সদস্যরা জানান, সাত বছর আগে কিছু বখাটে ছেলের পাল্লায় পড়ে চুরি শুরু করে রিয়াজ। এরপর থেকে সুযোগ পেলেই চুরি করত সে। চুরি অনেকটা নেশার মতো তার কাছে। কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়েছে। নানা স্থান থেকে অভিযোগ আসায় অতিষ্ঠ হয়ে তিন বছর ধরে তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বাবা লিটন হোসেন বলেন, উপায় না পেয়ে ছেলেকে বেঁধে রেখেছি। কত ডাক্তার দেখিয়েছি সমাধান হচ্ছে না। মা নার্গিস খাতুন বলেন, ওকে এভাবে বেঁধে রাখতে খুব খারাপ লাগে। আমি কিচ্ছু চাই না। শুধু চাই ও পড়াশোনা করুক, অন্য ছেলেদের মতো খেলা করুক, ঘুরে বেড়াক। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক কোনো সমস্যার কারণে ছেলেটি একই কাজ বারবার করছে। নিয়মিত কাউন্সিলিংয়ের পাশাপাশি চিকিৎসাসেবা দিলে সমস্যার সমাধান হতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর