সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

অপহরণ কাণ্ডে মনোনয়ন প্রত্যাহার সেই রুবেলের

নাটোর প্রতিনিধি

অপহরণ কাণ্ডে মনোনয়ন প্রত্যাহার সেই রুবেলের

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল। গতকাল বেলা ২টার দিকে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ শেখের কাছে প্রার্থী লুৎফুল হাবীব রুবেলের পক্ষে প্রত্যাহারপত্রটি জমা দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন। প্রত্যাহারপত্রে উল্লেখ করা হয়- ‘আমি মো. লুৎফুল হাবীব সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪-এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করি। কিন্তু আমার ব্যক্তিগত এবং পারিবারিক কারণে আমার নির্বাচন করা সম্ভব নয়।’ লুৎফুল হাবীব সিংড়ার শেরকোল ইউপির চেয়ারম্যান ছিলেন। ৩ এপ্রিল পদত্যাগ করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে গতকাল সকালে এক ভিডিও বার্তায় লুৎফুল হাবীব রুবেল তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি ওই ভিডিওতে বলেন, মনোনয়নপত্র দাখিল করার পর থেকে এলাকায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা থেকে আমি বুঝতে পারছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল এ ষড়যন্ত্রে সক্রিয় হয়েছে। তিনি জানান, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং এর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ বলেন, কাল সোমবার (আজ) বিকাল ৪টার মধ্যে যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারবেন। লুৎফুল হাবীবের আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে। অপর প্রার্থী দেলোয়ার হোসেন যদি মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাহলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

সর্বশেষ খবর